Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ মে ২০২৪

মাননীয় প্রতিমন্ত্রী ও সচিব মহোদয়ের বিআরডিবি’র উপ-পরিচালক সম্মেলনে অংশগ্রহণ


প্রকাশন তারিখ : 2024-05-29

গত ২৯/৫/২০২৪ তারিখে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর প্রধান কার্যালয়ে দুই দিন ব্যাপী উপপরিচালক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আব্দুল ওয়াদুদ, এমপি। অনুষ্ঠানে বিআরডিবি’র সম্মানিত মহাপরিচালক মহোদয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মানিত সচিব জনাব মোসাম্মৎ শাহানারা খাতুন। এসময় বিআরডিবি’র সকল জেলা থেকে আগত উপ-পরিচালকগণের সাথে প্রতিমন্ত্রী ও সচিব মহোদয় মতবিনিময় করেন। মতবিনিময়কালে বিআরডিবি’র বিভিন্ন বিদ্যমান সমস্যা ও উত্তরণের উপায় সম্পর্কে আলোচনা হয়। প্রতিমন্ত্রী ও সচিব মহোদয় বিআরডিবি’র সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। বিশেষ করে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্ন-কৃষি ভিত্তিক সমবায় সমিতি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশনা মোতাবেক পল্লী উন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করার জন্য অনুরোধ করেন।